শ্রীরূপ বিশ্বাস-এর দুটি কবিতা
গরুড়
অযথা ডানার থেকে পালক ঝরেছে, বেসামাল।
রাত্তিরে নিভে আসে রোশনাই তারাদের। সাল
থেকে মাস থেকে দিনের হিসেবে রেখে যাওয়া
কিছুতে সহজ নয়। বহুদূরে ফুরফুরে হাওয়া।
সে হাওয়ায় ভেসে আসে রঙিলা জাদুর গালিচা,
ছাতের ওপরে সেকি শাহজাদী নাকি খালি চাঁদ
বেবাক থমকে আছে। তারও কি থমকে গেছে বুক?
অযথা স্তম্ভ থেকে ঝরে গেছে আলো অহেতুক।
হাহাকার শেষ হ'ল। আলগোছে নেমে এলো ঘরে,
লোডশেডিং-এর রাত। আবছায়া। বড় নড়বড়ে
উড়ান‑ সামলে নেবে ঠিক। তার খরতর শোক
অযথা, ভেবেই বুঝি, খসিয়ে
দিয়েছে সে পালক।
শ্রাবণ
বর্ষা হলেই তোমার কথা উঠোন জুড়ে
জল জমেছে জলের ওপর, দ্বিপ্রহরে
বর্ষা ভীষণ শহর জুড়ে ভাষার মতো।
বর্ষা হলেই তোমার চুলে মেঘ জমেছে,
সরিয়ে নিচ্ছো হাওয়ার মতো
চুলের গোছা।
বর্ষা হলেই মুখরিত আরব সাগর
উঠছে ফুলে। বিচ্ছিরি সব রাস্তাগুলো
ভিজেই যাচ্ছে কখন থেকে আনন্দময়।
বর্ষা হলেই আশ্রয়হীন দাঁড়িয়ে আছো।
হঠাৎ ভিজে ঝাপসা দেখায়। চশমায় জল
তোমার। বুঝি দীঘির বুকে সিঁধ কেটে যায়
অজস্র মাছ। দিব্যি মেয়ের আঙটি পায়ের,
যাচ্ছে ভিজে। বহুযুগের ওপার হতে,
এমন একটা অসাবধানী দ্বিপ্রহরে
বৃষ্টি হচ্ছে। তোমার কথা উঠোন জুড়ে।
No comments:
Post a Comment