লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

অন্তর চক্রবর্তী, শারদীয়া সংখ্যা

অন্তর চক্রবর্তী’র গুচ্ছকবিতা

নির্বাণ

 

.

ভূতপূর্ব যা যা পথ, অকাতর ইষ্টজগতের

সমাহিত অবশেষে সবিস্তার নিগূঢ় ঐহিক

বিনাশ? না আয়ুমূল? ছদ্মরবে কৌতূহলরাশি

পরমে আকুতি সঁপো, সঁপো, সূক্ষ্ম অনুভা-তালাশ

বারংবার বাত্যাবিঘ্নে ইতস্তত সাধনসমাধা

কৈবল্যমুখর তবু সুজঙ্গম জিগীষামহিম

পান্থশ্রমে দ্যাখো ইহ, নিরঙ্কুশ মহাজাগতিক

 

.

মুহুর্মুহু স্মৃতিচিহ্নে দীর্ঘতর হল ক্ষতদাগ

অন্তর, জাগাও দ্রোহ, ভাস্করের শিরা-উপশিরা

খোদাই-প্রকৃতি গুণে সমুজ্জ্বল ধমনীজোয়ার

স্পন্দনে নিপুণ ঢালো অনিমিখ রাহীকুশলতা

নীবরের স্ব-আঘাতে চিরঞ্জীব অসীমাবয়ব

বিশদ স্ফূরণজোড়া মৌসুমীর পরতে পরতে

সরল নিশ্চিহ্ন হল সমগ্র জখমস্মারক

.

উৎফুল্ল নিদ্রালোক জেগে আছে তুষারশয়ানে

সন্তাপের প্রাত্যহিকে অকপট মায়াব্যতিক্রম

প্রেয়সী তিতিরচোখ, রাখি মৃদু ক্ষুধা-অনুরোধ

দুর্জ্ঞেয় নিঝুম চিরে ঝাপটাও কৃশানু-উড়াল

দাহপর্ব সমাপনে মেলে যেন কণ্ঠমাত্র দেহে

স্নায়ুর ক্ষরণজলে রাঙা রাঙা বাল্য অস্থিফুল

নিদ্রাভোজে সমারূঢ় ঊষানাভি, ওমে ফেরা শীত

 

.

 

অবসাদে বাঁধাধরা পরিত্যক্ত নোঙর-মানস

দেখেছি ধ্বংসের কোণে, বেলাশেষে স্বভাবী ছায়ায়

সেও তো চেয়েছে আজ মহোত্তম জাহাজী প্রত্যয়

কবেকার অপঘাতে শুয়ে আছে স্তব্ধজল পোত

ফেরাও ভোঁ-এর শ্বাস অনাবিল, আজন্মের ভোর,

সুপ্রখর অর্চিদণ্ডে, দাও এই মহার্ণব সেঁচে

নোঙরের ওষ্ঠাধরে শ্বেতস্পর্ধা পালোমা-আভাষ

 

১০.

দ্যাখা যায় ওই দূরে, নাস্তিকের শ্রান্ত পাদুকারা

কাঙাল আবেশে লিখি মনোযোগী ভাবানুসরণ

সদ্যোজাত মক্শখানি জড়দ্গব ঊষর পেরোয়

উপল-কাঁটায় বিঁধে, লিপিবদ্ধ ভ্রমের অধিক

আয়াসী আঙুল বেয়ে আচম্বিতে মৃদু করজোড়

আদিগন্ত প্রপঞ্চের ক্ষুরধার বজ্রসমাহারে

নাস্তিকের পাদুকায়, নেমে আসে ঈশ্বরের ভূম

No comments:

Post a Comment