লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

তন্ময় ভট্টাচার্য, শারদীয়া সংখ্যা

তন্ময় ভট্টাচার্য-এর গুচ্ছ কবিতা

 

বিধান অগ্রাহ্য করি

 

(১)

আমাকে অভ্যাস থেকে তুলে এনে আরেক অভ্যেসে

বসিয়ে কোথায় চলে গেলে ধান্দাবাজ হে বিধাতা

এখন ঘরের মধ্যে যার চিন্তা আসে যায় আসে

অপরাধ ভেবে তাকে দু-আঙুলে পরখ করেছি

আগের মতোই, শুধু আমার সতর্ক হওয়া শ্রেয়

 

(২)

এ-মাথা জটিল অঙ্ক ভালোবেসে ফাঁদে পা দিয়েছে

এ-মাথা ইটের পিঠে ইট রেখে বানানো সীমানা

প্রবেশ অবৈধ হলে গুলি ছুঁড়ো তুমিও বিধাতা

কী আর এমন যদি নিজেই নিজেকে মাটিছাড়া

করতে দেখেছি আর ধরিয়েছি শান্ত সিগারেট

 

(৩)

কী ভালো সম্ভাবনা কাল থেকে আকাশে উঠেছে

ঘরের ভিতরে ঢুকে বলে যায় ভালো কিছু হবে

এসব ঘুমপাড়ানি বহুদিন শুনেছি, বিধাতা

এবার অনিদ্রা রোগে ভুগে দেখব রাতের মহিমা

পাহারাদারের কোলে আশাবাদ, দেয়ালে পোস্টার

 

(৪)

বুঝিয়ে বলার পরও গেড়ে বসছে মাটিতে। বিধাতা,

এবার চলে না গেলে আমি কিন্তু পুলিশ পাঠাব

লকআপে দু-এক রাত কাটিয়ে বুঝবে কত ধানে

কত হত্যা হয়ে গেল আত্ম এমনই নিশিডাকা

ট্রিগার চালাতে গিয়ে সারেন্ডার করে ফেলছি শেষে

 

(৫)

বিধান অগ্রাহ্য করি; ষড়যন্ত্রে আর পা দেব না

নিজেকে চাবুক মেরে ফিরিয়ে আনব করিডোরে

যে লাশে তদন্ত বলে কোনোকিছু হয়নি কখনও

তার চোখে চোখ রেখে উবু হয়ে বসব, বিধাতা,

এছাড়া কারোর সঙ্গে এ-জীবনে খাতির হবে না

2 comments:

  1. প্রতিটা গুচ্ছ অসাধারণ তবে শেষটা আমাকে নাড়িয়ে দিলো ... কি অপ্রতিরোধ্য আত্মশক্তি👌👌

    ReplyDelete
  2. কোথাও কোথাও নয় মাত্রা ফেলেছ অথচ দশ হয়েছে অলৌকিক প্লুত স্বরে। দারুণ...

    ReplyDelete