লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

সেলিম মণ্ডল, শারদীয়া সংখ্যা

সেলিম মণ্ডল-এর দুটি কবিতা


বর্ষাকাল

স্মৃতি জলে নামতে চায়।

সে মাছ ধরবে।

ছিপ নিয়ে যত গভীরে যায়

হারিয়ে ফেলে তার বঁড়শি...

শেষে, একটা সোনা ব্যাঙ নিয়ে বাড়ি ফেরে।

বাড়িতে বর্ষাকাল থাকলে জলে নামার অপেক্ষা থাকে না।

 

গলাধঃকরণ


ক্ষত নেই, খাতে ঝুলে থাকে কার বেঁটে পা?
লাল জুতো, সাদা মোজা
শিশুর মতো‍‍‍‍‍‍‍—
 
চুক চুক করে স্তনে মুখ লাগায়!
 
বৃদ্ধ হাঁ
 
পৃথিবী ছিঁড়ে
জগৎ গিলে নেয়

4 comments:

  1. বর্ষাকাল কবিতায় থৈ থৈ তল পেলেও , গলাধঃকরণ "পৃথিবী ছিঁড়ে
    জগৎ গিলে নেয়" .... অতল ❤️❤️

    ReplyDelete
  2. কবির ভাবনার স্তরে পৌঁছানোর আগে অনেক বার বর্ষায় ভিজতে হবে দেখছি।

    ReplyDelete
  3. তোমার প্রতিটি কবিতাই আমার অন্যরকম মনে হয়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই উত্তরণ খুব জরুরি আমাদের সকলের জন্যই। কিন্তু কজনই বা পারে!

    ReplyDelete
  4. জীবনের নানা দিক, আঙ্গিক উঠে এসেছে। তোমার কবিতাভাবনা মুগ্ধ করে।

    ReplyDelete