প্রকাশ ঘোষাল-এর দুটি কবিতা
কর্তৃকারকের আকাশ
ভোরবেলা। দীর্ঘ ঈ-কার ছুটছে স্বপ্নের রাস্তায়।
প্রথম বন্ধনীর মধ্যে হরিণের ভূগোল। ঘুরছে।
আর―
তৃতীয় বন্ধনীর ভেতর জড়ো হচ্ছে গেঁড়ি-গুগলির নতুন
শতক।
চোখের বঁড়শিতে কেমন টপাটপ কিডনি উঠছে। দ্যাখো।
ঝাঁপ মারছে টাগরায়।
সারাদিন ইনহেলার নিয়ে ম্যাজিক শো করছে এক বুড়ো
যাদুকর।
সি-শার্পে গ্রাম ভর্তি শহর দেখছে মেঘের দরজা
খুলে দেওয়া বিদ্যুৎ কুমারীর স্বাগতম।
ঝকঝকে সেলফি তুলছে কর্তৃকারকের আকাশ।
বিষুবরেখায় দাঁড়িয়ে
বিষুবরেখায় দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছে দাঁড়কাকের দল।
মাটির ম্যাট্রিক্স আজও জানে শর্করা নির্মাণ।
তর্জনীর মাথায় শুধু ঘুম আর ঘুম আর
মাথার পিছনে জেগে উঠছে মরুভূমির গাছ।
মৃত্যু দিয়ে শাসন হয় না ব'লে এখনো
সাঁকোর ওপারে ট্রেন ছুটে যায়।
অন্তমিলের ভেতর ভেসে ওঠে সারি সারি চোখ।
আগামী ২১-শে মার্চ পৃথিবীর উত্তরে
কবি প্রকাশ ঘোষালের দুটি কবিতার পড়ে শিরোনামেই থমকে দাঁড়ালাম ... শব্দ কিভাবে ইন্দ্রজাল তৈরি করতে পারে তাই দেখলাম ... গেঁড়ি-গুগলির শতক 👌👌
ReplyDelete, কর্তৃকারকের আকাশ সেলফি তোলে !! আহা দারুণ!