লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

দেবার্ঘ সেন, শারদীয়া সংখ্যা

দেবার্ঘ সেন-এর দুটি কবিতা


(ক)

মেটামরফোসিস

 

এতো 'মতো' আর ভালো লাগে না

উপমার পৃথিবীতে, তিক্ত হচ্ছে স্বাদ।

 

আমাকেও আমি ছুঁড়ে ফেলে দিয়েছি কতবার

অসহ্য শীতের

নির্বাসিত পাণ্ডুলিপি

 

একটু ফসফরাস, একটু মেটামরফোসিস।

 

ফিরিয়ে নিয়েছি আবার

জন্মবাসর, কৃষ্ণসাগরের কূল

সঙ্গে একটা দৃঢ় আড়াল

 

আড়াল মৃত্যু চিবোনোর...

 

(খ)

সুতরাং


(১)

ব্যথা বাড়ার সাথে সাথে, কথা কমে এসেছে

একদিকে তাকিয়ে থাকলেও

চোখে জল নেমে আসে।

 

পৃথিবী তার মায়া ভোলায় দিনরাত

মৃত্যু সত্য, কারণ তার কখনও বা কৃত্রিম।

 

বাতাসের দেওয়ালে দেওয়ালে

জেনোসাইড আশঙ্কা...

 

(২)

ফুলগুলো ঝরে যাচ্ছে,

সংরক্ষিত করার লোভে

আতঙ্ককে ঢাকা দিয়ে ফ্রিজে রাখা হবে

 

আমরা বরফের ওপর বরফ নিয়ে খেলব।

4 comments:

  1. ভীষণ ভালো দুটি লেখাই 👌👌

    ReplyDelete
  2. সত্যি! উপমার পৃথিবীতে...
    বেশ লাগল

    ReplyDelete