মধুমিতা রায়-এর দুটি কবিতা
শেষ লেখা
আমাদের কষ্টগুলি যেন বলিরেখা
নড়াচড়া বন্ধ রেখে খাটে চুপচাপ
আড়াআড়ি খেতে থাকে, বমি করে দেয়
এইবুঝি শেষ লেখা, মানুষ হিসাব
জ্বলজ্বলে ঘায়ে বাঁচি, ঈশ্বর দোহাই
কাচের বোতলে জল সুযোগ বানায়
ভেঙে যাবে, পড়ে গেলে মুখোমুখি টান
ভাবতে ভাবতে চলে যাব, এড়াব সময়
ফাটলের রেখা জানে ভরাট কেমন
আলকুশি
নিজেকে বিশ্বাসহীন করে তুলি
অক্ষর বোঝার আগে, আঁকিবুকি
চরাই-উতরাইয়ের পরে জমা খাদ
আমাকে হঠাৎ ফেলে, অপমানে, অবহেলা যত
ভক্তিহীন আলকুশি ভেবে নীতিমালা
ধাক্কা খেতে খেতে খুঁজি আঁধারযাপন
খুব ভালো লাগলো
ReplyDelete