লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

আমিনা তাবাসসুম, শারদীয়া সংখ্যা

 

আমিনা তাবাসসুম-এর দুটি কবিতা

 

অনাবশ্যকীয় দ্বিপ্রহর

 

এ এক অনাবশ্যকীয় দ্বিপ্রহর

      শব্দ খুঁড়িয়ে চলে

            ঘাড়ের আঁচিল থেকে

                         বুক পকেটে...

না কোনো বন্ধকী কথা

না কোনো নিছক আদিখ্যেতা

     পাউরুটি

            চাউমিন

                   চিলি সস্

একান্নবর্তী কবিতার ঘর সংসার।

 

যেভাবে দুঃখ মোছে সাবান

আর

বিনষ্ট পেয়ারার মধু চেটেপুটে খায়

                 কাঠবেড়ালীর সহধর্মিণী

ততটা সহজতা নিয়ে নিয়ম ও মধ্যাহ্ন

ততটা আশা রাখা

       দেহতত্ত্ব বুকের খাঁজে।

 

পবিত্রতার শেষ পঙক্তিতে

একটা আলখাল্লা ঢাকা মুখ, গভীর বিস্ময় ঠোঁটে

কিছু নিরাশার প্রেতের মতো স্বপ্ন দেখে দুটি চোখ।

কোনো গাছ, পাতা, স্টেশন কিংবা পথ নয়

শব্দের স্রোতে গা ভাসায় সে।

 

বন্ধ কামরা আর কিছু রংচটা অতীতের পাতা

গুনতে গুনতে দিন পেরোয়, সন্ধ্যা নামে।

কবিতার খাতা গল্প হলে প্রেমিক আসে অন্ধকার বেয়ে।

তারপর বাস্তব ধুলো বালি হলে

ভবিষ্যত বসে চোখের মহল্লায়।

 

রক্ত-শোক শিরদাঁড়া বেঁধে গঙ্গায় ডুব দেয়

ঠিক তখনই...

পবিত্রতার শেষ পংক্তিতে প্রেম মেশাই,

আবার হৃৎপিণ্ডের পাহাড় গুঁড়িয়ে দিতেই।

No comments:

Post a Comment