পার্থ সারথি চক্রবর্তী-র মুক্তগদ্য
এক অদম্য নদীর গল্প
বুকের ভেতরে যে নদী বয়ে যায়, তা কী কেবল
ঢেউ তোলে? কখনো স্তিমিত হয়ে আসে কোন এক রাগাশ্রয়ী বিকেলের শেষে? পথে
পথে যে বিপন্নতা ছড়িয়ে আছে,
তা ক্রমশ বিষন্নতা ছেয়ে দিতে থাকে। নদীপথ যতই
রুক্ষ্ম হোক না কেন,
গন্তব্যে পৌছে যাবার স্বপ্ন অটুট থাকে চোখের কোটরে। দুর্বল
সাঁকোর অনুভূতি জীবনের ক্যানভাসে আঁকা হতে থাকে। আপাতসুখের
আশায় বুক বাঁধা ফেরিওয়ালার ঝোলা উপচে পড়ে। রামধনু রং
চুপিসারে ইশারায় ডেকে নেয় এক বধ্যভূমিতে। চিতার মতো
ক্ষীপ্রতা তো চাইনি,
শুধু চেয়ে যাই চলতে। আপেক্ষিকতার সব শর্ত ও সূত্র অতিক্রম
করে এক উদ্দাম যৌনতা যেন!
অপার্থিব
রোদেলা আলোর ছটায় চিত্রিত হতে থাকে অদম্য চলার পথ...
No comments:
Post a Comment