লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

সুব্রত পন্ডিত, শারদীয়া সংখ্যা

সুব্রত পন্ডিত-এর দুটি কবিতা

 

গিরগিটির  অভিযোজন

 

আনলা আর জামার দূরত্ব ভাঙতেই

উলঙ্গ রাত্রির শরীরে ঝলসে উঠলো লিরিল রমণী

 

গিরগিটির অভিযোজন নিয়ে তর্ক থেমে গেছে

রাজনীতির বিশ্লেষণে

 

কে কাকে ভাঙাতে পারে এমন এক প্রতিহিংসায়

সিরিয়ালের দর্শকদের মজিয়ে দিয়ে

গ্যালন গ্যালন ক্লেদে ডুবিয়ে রাখে চাঁদেরবাড়ি

মাকুতে স্বপ্ন বুনতে বুনতে ভজন তাঁতি

দিন বদলের নৌকায় ভাসতে থাকে

দিন বদলায় না, বারবার জামা বদল হয়

হতাশার বুদবুদ বেঁচে থাকে হাসপাতালের

স্যালাইন দেওয়া বেডে...

 

চন্দ্রমল্লিকা

 

বাগানে তন্বী বিকেলের মতো

যে একাকী লতাটি অপেক্ষায়

সে আসলে ভালোবাসার বাড়ি

 

স্নান সেরে প্রতিদিন নম্র হয়

তুলসীতলায়

 

ডুরে দেওয়া মেরুন শাড়িটি হেঁটে যায়

সুদৃশ্য লনে...

প্রজাপতি না বসলে রমণ ইচ্ছের ঋতুমাসে

জড়িয়ে ধরে পুরুষ গাছ

 

মিলনের আমন্ত্রণ থাকে বলে

আজও চন্দ্রমল্লিকা ফোটে...

No comments:

Post a Comment