নিমাই জানা-র কবিতা
কনজুগেটেড প্রজাপতি অথবা শুক্রাচার্য পাঠ
মৃত্যুর প্রমাণ কালের দৈর্ঘ্য হাফ কোসাইন
কোঅর্ডিনেট
ভ্যাম্পায়ার উঠছে ঠিক মাথার ৩.১৪ বর্গইঞ্চি উপর
দিয়ে
এখন আমি কোনো যুদ্ধের পোশাক অথবা বর্ম পরিনি
অদ্ভুত মায়ান্ধকারের কনজুগেটেড প্রজাপতি
গভীর
রাতের পুরুষের হাতে তুলে দেয় আইসোলেটেড পলিসিসটিক ওভারি
আমার মুখে দানা দানা নুনের চিহ্ন সৈন্ধব সম্পর্ক, সন্ধ্যাকাল
গভীর রাত্রিকালে নিজের রাখা বিষের পাত্রকে ছুঁয়ে দেখি
অমৃত স্বাদের গোলাপি ছায়াময় বৃন্ত দুইখানিকে
প্রতিটি মানুষের নীলরঙের ওষুধ খেয়ে বিছানায় যাওয়া উচিত,
একটি ভয় সমগ্র কতকগুলো ছত্রাক তৈরি করতে পারে,
বিষময় ফল ত্রিভুজ আকারের ধারাপাত
পড়ছে
সব ভঙ্গুরতার পাললিক দেহবর্ম ও পাখির পোশাক
ক্রমশ
হালকা হয়ে আছে অ্যালভিওলাই মধ্যাহ্নকালীন শ্বাসকষ্টে
পাশের বালিশে মরুভূমির জলশূন্য রাত
আমাদের সূর্যের কাছে গিয়ে অনতি চিহ্নের জন্য
ভিক্ষা চাওয়া উচিত
৮০ লক্ষ যোনি অতিক্রমের পর ঘর্মাক্ত দেহের
জিএনএম নার্সেরা অবচেতন মনে বেরিয়ে আসে
তরল পানীয় থেকে আমাদের সকলের আঙুলে জটিল
সংক্রমণের দ্বিস্তম্ভ রেখাচিত্র
আমরা শুক্রাচার্যের কাছে ওভিউলেশন থিওরি পড়ছি
আসলে, মধ্য প্রহরের বৃষ্টির স্থানাঙ্ক
জ্যামিতি উপবৃত্তাকার
No comments:
Post a Comment