তিতাস বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা
কাপলেট
প্রত্যেকটি হৃদয়ে যে কাপলেট
মাথা
নিচু করে বসে থাকে―
তার খোঁজ নিতে গিয়ে দেখি,
অদৃশ্য যিশুর ক্রুশবিদ্ধ হাত থেকে
ভূপতিত রক্ত!
সে রক্তের বিবিধ নিষেধাজ্ঞায়,
স্বমেহনের মতো লুকিয়ে পড়েছে ক্রোধ।
প্রত্যেকটি হৃদয়ে বহু কাপলেট
মাথা উঁচু করে বসে আছে।
দূত
মেঘ পিঠে নিয়ে পাখি উড়ে যায়!
মেঘের বদলে যেন সে-ই দূত।
সে-ই যেন ঋতুকে এগিয়ে দেয়
আরেক ঋতুর দিকে!
তারপর ঘুমায়।
জেগে উঠে,
বিষাদ-প্রতিমার
কাছে
বন্ধক রাখতে যায় জগতসমূহের যাবতীয় জিজ্ঞাসা
চিহ্ন।
No comments:
Post a Comment