শুভদীপ আইচের দুটি কবিতা
হত্যাকান্ড ও একটি
রাত
খোয়া
বিছানো পথে উদ্ভূত বাকি লঘু-গুরু
দিনের
কাছে ভেজে উঠছে শৃঙ্খল
গলিত
আত্মার অবধারিত প্রেম
ঘুরিয়ে মেঘ সমন্বয়―
মুগ্ধ
বিচারে
বিকেল
থেকে ছুটিয়ে মাখি আলো
বিকলাঙ্গের
কাছে বাধা পড়ছে সময়
লোলুপ
এক ভেক ধরা ম্যাজিশিয়ান
ছুঁয়ে
দিলে এখনো কেঁপে ওঠে জমকালো
এদিকে―
নতুন
কিছু অবগাহনের ফাঁকে
বিরক্তি
ছিটিয়ে নিচ্ছে সন্দেহ
সরু
ও চিকন যা কিছু অবশেষ
সূর্যাস্তের
ঘরে বুদবুদ বাড়ালো
উৎসারিত
নীলের ঘামে ঘনিয়ে উঠছে গরল
গোলাপ
থেকে গড়িয়ে নামছে মোটিফ
খুন
থেকে দূরে দাঁড়িয়ে শুধু
পৃথিবীর
কাছে ক্ষমা চাইছ তুমি
ভ্রমণ
বোয়ালদার
থেকে হেঁটে আসি বালুরঘাট পর্যন্ত
শঙ্খ-ধ্বনি
ভেসে আসে বাতাসে
উঠোন
পর্যন্ত ছড়িয়ে ছিল যে সব কলমীলতা
তারা
ক্রমশঃ লুকোচুরি খেলছে নিজেদের সাথে
হাঁসেরা
এগিয়ে আসছে জল থেকে ডাঙ্গায়
কখনো
ডাঙ্গা থেকে জলে
মাথা
মুড়িয়ে ডুব দিচ্ছে জলে
হাঁসেদের
কলকলের সাথে তোমার গমগম মিলিয়ে যাচ্ছে...
কতবার
বলেছি রাস্তায় বেরলে এমন কলকল করতে নেই!
মন্দ
মানুষের নজরে পড়ে যায়
অথবা
যেমন তেমন পুরুষও মন্দ হয়ে যেতে পারে।
মুখে
যতই বুলি কপচাই
এই
ক্ষুধার্ত জঙ্গলে তোমার কি খুব প্রয়োজন হরিণী সাজার?
অসাধারণ 🌷🌷
ReplyDeleteঅনবদ্য লেখা।ধন্যবাদ।
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteবাবু, দুর্দান্ত। চলুক চলুক। - শৈবাল
ReplyDeleteভাল লাগলো, বিশেষ করে ১টি
ReplyDeleteঅসম্ভব সুন্দর ❤️
ReplyDeleteখুব ভালো লেখা। ‘ভ্রমণ’ বেশি সুন্দর লেগেছে আমার কাছে।
ReplyDeleteভ্রমণ দারুন লাগলো
ReplyDeleteখুব ভালো লেগেছে শুভদীপদা
ReplyDeleteবাবা খেল দেখাচ্ছ তো ... ভালো , আরও কী কী চমক অপেক্ষা করছে ?
ReplyDeleteঅনেক ভালও লাগ....
ReplyDeleteবাঃ
ReplyDeleteবাঃ
ReplyDeleteভালো লাগলো।
ReplyDelete