লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Saturday, May 15, 2021

মনোতোষ বৈরাগী, ছায়ারোদ ১৫

মনোতোষ বৈরাগীর দুটি কবিতা


তারে আমি চোখে দেখিনি

 

হঠাৎই একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি

 

শীতের দুপুরে

আমার দু'একটি দুশ্চিন্তার পাকা চুল দেখে মা বলেছিল, 'বাড়ির জ্যোৎস্না কাকিমা তোর জন্য সম্বন্ধ এনেছেন

 

বয়স পনেরো-ষোলো মোটে। ভিনদেশি। টুকটুকে ফর্সা গড়ন

                                 মা নেই

                               বাবাও নেই...

 

এটুকু শুনেই

হঠাৎই একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি

 

তেজপাতাকে ভালোবেসে

 

যখন ফিরছি

একটা তেজপাতা গাছ আমাকে দেখে হাসছিল,

                        ক্ষুরধার হাসি

 

সেই কোন কালে

ভ্রমর আসার আগেই সজনে ফুল ঝরে গেছে

তারপর থেকে শ্বেত জবার সাথে

                       শ্বেত গোলাপের সাথে কাটাকুটি

 

এসব ভাবতে ভাবতেই সেই তেজপাতা গাছটিকে ভালোবেসে ফেলি

যার একটি পাতা

অন্তত আমার পায়েসান্নকে পরমান্ন করেছে

No comments:

Post a Comment