অরিজিৎ চক্রবর্তীর কবিতা
অঙ্কনধর্মী
যেকোনো কারণেই হোক
তোমার আমার এই অন্তঃপ্রজাতি সংগ্রাম
সন্তানসন্ততির মনে সঞ্চারিত হয় একদিন।
তবুও ক্ষুধার শেষে দুটি সংযোগকারী জীবনের ব্যবহার অব্যবহারের গুমঘর পচনের ভয়াবহ জৈব আলোকে সাংসারিক বিরক্তির স্বপ্ন দেখায়। নিমিত্ত নিজেকে সামনে রেখে প্রবক্তা অপমান থেকে বহুদূরে কেন যে কবিতা লিখি? শঙ্খ বাজলে মধ্যবর্তী সময় ভারী পাথরের মতো গড়াতে থাকে…
ভাবি রণে ও প্রণয়ে মিথ্যাচার
কোনো পাপ নয় ! যেমন আমরা যে হাতটি বেশি ব্যবহার
করি, অন্য
হাতের তুলনায় সেটি সক্রিয় হয় ! অপমান, শেষদেখা, বিষাদকথা, দুঃখ বনসাই
হয়ে ওঠে একদিন আর অগ্রসর
মেরুদণ্ডী সভ্যতা রাসায়নিক কিছু আবর্জনা নিয়ে
ভূপাতিত সম্পদের চাহিদা মেটায়…
আমি আমার আমাকে শরীরের মধ্যে বিলোপ করে
পাখি ও আরশোলার ডানায় সমবৃত্তীয় অঙ্গের যোগাযোগ
খুঁজে পাই…
যেকোনো কারণেই হোক আমাদের এই অন্তঃপ্রজাতি
সংগ্রাম শিকড়ের কাছাকাছি টেনে রাখে গভীর প্রোথিত। যেন আত্মহত্যার পর, একটা স্বপ্ন
থেকে বেঁচে ওঠা কথাকলির মুখোশ…
দারুণ লিখলে স্যার!
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteকি অসাধারণ লেখা!
ReplyDelete" অন্তঃপ্রজাতি সংগ্রাম " আর
" মেরুদণ্ডী সভ্যতা রাসায়নিক কিছু আবর্জনা নিয়ে ভূপাতিত সম্পদের চাহিদা মেটায়…"
কবির লেখায় এমন উপমা ভাবায় সত্যিই !!