অর্ঘ্যকমল পাত্রর গুচ্ছ কবিতা
গৃহস্থের অ্যালবাম
১.
সংকোচ রাখো না
এমন-ই নিটোল রাগ তোমার
নোলান-কে চেনো না ঠিকই
কিন্তু ‘অপুর সংসার’ দেখেছো
দেওয়াল লিখন প’ড়ো না ঠিক-ই
কিন্তু প্রতিদিন খবরকাগজ নিয়ম করে
আমিও শান্তিপ্রিয়। প্রতিদিন তাই
অতিরিক্ত চারটে সিগারেট
অফিস-ফেরত টেনে আসি...
২.
হাসপাতালে শঙ্খধ্বনি বেজে উঠছে
এরকম অভাবনীয় মুহূর্ত থেকে
তোমাকে দূরে সরিয়ে রেখেছি...
তোমার মনে রাগ নেই কোনো
আমার মনে জেদ নেই কোনো
প্রফুল্লতায় নয়। মধ্যবিত্ত মানুষ,
বেদনায় তোমাকে কাছে পেতে চেয়েছি
৩.
শান্তি খুঁজতে বিবাহে এসে
অতঃপর
আমাদের-ও সংসার শুরু হয়ে গেল
আজ রাতে তুমি ঝগড়া করেছ খুব
আজ রাতে আমি ঝগড়া করেছি খুব
এবং তুমি কিছু না খেয়েউ
ঘুমিয়ে পড়েছ রাতে...
সেই ক্রোধে, সেই বেদনায়, ঘুমোতে
যাওয়ার আগে
আরও চারটে সিগারেট
শেষ করে ফেলতে হবে আমাকে...
৪.
ট্রেনের কামরায়
কোনো বসার জায়গা নেই
এমন-ই ঝুলতে ঝুলতে
পৌঁছে যাব দীঘা।
ঘেমে নেয়ে, ঘুম ভেঙে
ফের ফিরে আসব—
লোডশেডিং হলে
মোমবাতি জ্বালাব ঘরে
শেষের টা চমৎকার
ReplyDeleteনির্বিবাদী শান্তিপ্রিয় সংসারের পটচিত্র 👌👌
ReplyDeleteখুব ভালো কবিতা। সংসারের অন্তঃসারশূন্য চেহারাটা নির্মেদ কবিতায় ধরা পড়েছে। অপূর্ব।
ReplyDelete