বাসব মণ্ডল-এর কবিতা
যাপন
বন্ধ জানলার গরাদ পেড়িয়ে
আমি ছায়াদের কড়ানাড়া শুনি―
সেই আওয়াজ আস্তে আস্তে
চিৎকার হয়ে ওঠে।
চেনা অচেনা সম্পর্কের
আড়ালে গজিয়ে ওঠে
হাজারো নখ, দাঁত, শিং।
আমার জানলার বাইরে
মাথা উঁচু করে
দাঁড়িয়ে আছে একটা মাধবীলতা গাছ।
নিশুত সম্পর্কগুলো
আর মাধবীলতার ফুল
হাত ধরাধরি করে
আমার অস্তিত্বের অঙ্গ হয়ে যায়
অজান্তে।
শুধু একটুকরো জেহাদ
পুষে রাখি,
গোপন সেনোটাফে।
No comments:
Post a Comment