লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

শীর্ষা, শারদীয়া সংখ্যা

শীর্ষা-র কবিতা

শ্রাবণ

কোথাও একটা শ্রাবণ হতে থাকে, অঝোর শ্রাবণ, মায়ার শ্রাবণ! পাখিরা ফেলে যায় নিজস্ব পালকের ছাপ, খড়কুটো ভেসে যায় প্রকৃতির ডাকে। সুদীর্ঘ পৃথিবী কমলালেবুর মতো রং নিতে থাকে এভাবেই। আলোকবর্ষ পেরিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে হাঁটতে থাকে সময়ের ধুন। এরপর একদিন প্রগাঢ় নিশুতি নেমে এলে চাঁদের উঠোনে মিটমিট করে শাবকের ঘুম মা পাখিটি কুড়িয়ে নিয়ে আসে সেই আদিম পালকের ছাপ, আর এঁকে দেয় শিশুর কপালেঅমোঘ মায়ার এক অবিনাশ পরমতিলক!

1 comment:

  1. বড় সুন্দর নিপাট লেখা 👌👌

    ReplyDelete