লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

পলাশ দাস, শারদীয়া সংখ্যা

পলাশ দাস-এর কবিতা


বাজারের মধ্যিখানে এসে 

টনটনে রোদ আঁশবঁটির মাঝ পথ জুড়ে

পিস পিস করে কাটা হচ্ছে মাছ

প্রায় ভেঙে যেতে চাওয়া

স্টিলের থালায় তুলে রেখে দিচ্ছেন জনৈক মাছওয়ালা

 

কিছু মাছি ভন ভন

কয়েকটি মেনি বিড়াল

আর ফ্ল্যাট বাড়ির মতো সুদৃশ্য চেহারার ঘোরাফেরা

তাদের গা থেকে ছিটকে আসা চন্দনের গন্ধ নিতে নিতে

সূর্য থমকে দাঁড়িয়েছে মাথার উপর

 

বাজারের মধ্যিখানে এসে এসব দেখছি

 

No comments:

Post a Comment