কার্তিক ঢক্-এর দুটি কবিতা
চব্বিশ ক্যারেটের সেলাম
ন্যাকাজল বয়ে যাচ্ছে হাইড্রেনে
বাসমতীচাল ধুয়ে নিচ্ছে কিছু লোক
রকবাজির টোকায়...
বাদশাভোগ-গন্ধে ম্-ম্ কাশ্মীর থেকে কন্যাকুমারী!
ভাত ছড়ালে কাকের শুদ্ধস্নান―
ভাদ্র মাসের আগেই কিছু নেড়িকুত্তা
পেটেতে দেশলাই জ্বেলে লেজ নাড়ে।
প্রতি ঘন্টায় চব্বিশ ক্যারেটের সেলাম ঠুকছে
আস্তিনকা সাপ
ভবঘুরে ঢ্যামনাগুলো নির্বিষ হলেও
বংশবৃদ্ধিতে ওস্তাদ...
রোদের ডেসিবল
মেঘ চলেযাচ্ছে বৃষ্টিকে না রেখেই―
মাটি তাই রুখুস্বরে ধূলোরাগের
অন্তরা গায়...
রোগা পদ্মপাতায়
ব্যাঙেদের কষ্টকথার ডিটিপি
পাঠাচ্ছে
পুকুরের অস্তাচল রং।
চাতকডানার যন্ত্রণার পালক ঝরে যায়
অসম্ভব রোদের ডেসিবেলে।
গোলাপটির শিকড়ে জলের হাহাকার―
ওগো শ্রাবণ, যতোই কাজল আঁকো
তোমাকে আজ প্রিয় বলি কী করে...
No comments:
Post a Comment