লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

অর্ঘ্য দীপ, শারদীয়া সংখ্যা

অর্ঘ্য দীপ-এর দুটি কবিতা

 

দেখা

 

সবাই বলে, পৃথিবীটা নাকি খুব সুন্দর।

আমি যেরকম ভাবি, তার থেকে অনেক বেশি

সুন্দর এই পৃথিবী...

 

আমারই দেখার চোখ ছিল না হয়তো,

তাই দেখা হয়নি।

 

দেখা হয়নি সমুদ্র

দেখা হয়নি পাহাড়

দেখা হয়নি দূর বরফের দেশে

হলুদ মেপল পাতা

বিষণ্ণ বাতাসে পাক খেতে খেতে

ঝরে যায় অবিরাম

 

একা, একা, আরও একা হয়ে

কত দীর্ঘ পথ আমি হেঁটে গেছি মানুষের ভিড়ে

হয়নি দেখা বন্ধুর মতো কারও সাথে কতকাল!

 

নতজানু হয়ে বসে

প্রেমিকের জীবন চেয়েছি

প্রতিটি প্রার্থনায়

 

অথচ দেখিনি প্রেমিকার মুখ কোনওদিন...

তাতেও কোনও দুঃখ নেই আমার।

 

ভুল প্রেমে

ক্রমশ অন্ধ হয়ে যাওয়ার আগে,

 

আমি শুধু তোমাকে

 

স্কুল থেকে বাড়ি ফিরতে দেখেছি

দু-একবার...

 

তপস্বিনী

 

অজানা বাতাস আসে কালের ইশারা নিয়ে

যেটুকু যা খড়কুটো ভেসে চলে যায়

কোন দিগন্তের পারে

 

যেতে দাও তাকে, যে খুঁজেছে তোমাকে

আলো-অন্ধকারে

 

উপোসের বেলা মুছে দেয়

বিদায়ের সুর

 

কান পেতে শোনো

 

শিবের মতো বর, তুমি তো চাওনি কখনও...

2 comments: