ছাব্বির আহম্মেদ-এর কবিতা
আর একটি নিস্তব্ধতার পাহাড়
আমাদের ঘরের মতো কিছু পাহাড়
হাটছিল আগে আগে
আর ভোর থেকেই গুহার নীরবতাকে অনুসরণ করছিলাম আমরা
মাথার উপর ছিল মহামারীর আকাশ
কতগুলো ব্যাকুল সিঁড়ি ভেসে আসছিল সেই মেঘের তলা
থেকে
কার্নিশের উপরে দাঁড়িয়ে থাকতে দেখলাম যুবতীর সন্ধ্যাকে
প্রদীপের গাছে আমার ভ্রু আটকে পড়তেই
মহাবিশ্বের হাওয়ার দিকে তাকিয়ে থাকে ভয়ার্ত
কতগুলো হাত
মানুষের আর্তনাদের ঢেউ ওঠে গ্রামের প্রান্তে
সঙ্গে আর একটি নিস্তব্ধতার পাহাড়
No comments:
Post a Comment