শুভ্রনীল চক্রবর্তী'র কবিতা
অসম্পূর্ণ চিঠি
যদি বলি প্রেম একা কেড়ে নাও
অগ্নিকুন্ড গর্ভে বিলীন আঁচল
একাকী সত্যান্বেষী গাছেদের তেজ
অরণ্য যজ্ঞ সম্পৃক্ত সজল
যদি বলি রাগ একা গেয়ে যাও
স্বরদের আবাসনে নিত্য নৈমিত্তিক
মরুদের ভিড়ে শান্ত সলিল
তৃষ্ণার চোঁখে ভাসে মরীচিকা আংশিক
যদি বলি কবিতা ঘাসে লিখে যাও
শিশিরের পতনে মুগ্ধতার বাস
অমোঘ আত্মার ফেরারী অসুখ
কলমের ডগায় থাক বিষণ্ণ
চাষ
তারাদের নাভী জুড়ে বলে দেওয়া থাক, থাক
প্রেমিকের অসম্পূর্ণ চিঠি
ছায়াপথ জুড়ে রোজ গর্ভের বিকাশ
ক্যানভাস জুড়ে হাঁটে সাম্যের মাটি
No comments:
Post a Comment