লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, October 5, 2021

আমিনুল ইসলাম, শারদীয়া সংখ্যা

আমিনুল ইসলাম-এর কবিতা


ইলাস্টেন


নিজেকে এই রূপান্তরে সামিল করা হলে

বিন্দু থেকে ক্রমশ বেড়েই চলবে দুঃখবাদ

আর সুখ অপহরণ করা হয়েছে

 

গাছ কাটার পর আনন্দে সেজেছে শোবার ঘর

আর বারান্দা জানালা ও দরজা

 

শরীরের আঁচড় থেকে রক্ত ঝরে; অনুভব সজাগ হয়

 

হাসিগুলো যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে মলিন

আর ধবধবে রাস্তা ও শপিংমল থেকে কিনছেন

হাসির ফোয়ারা...

 

চিরুনি চালিয়ে দাঁত আচঁড়ে নিন; চুল ব্রাস করে ধুয়ে ফেলুন

 

পেটের ভিতর ইদুঁরের দাঁত খিলখিল

গোপন ডিওড্রন বেড়িয়ে আসছে

 

নাক উচু স্বভাব চরিত্র খননকালে এমন হয়; পাথরের হৃদয়

শুধু, মানুষই লালন পালনে ব্রতি হয়ে উঠবেন...

No comments:

Post a Comment