নম্রতা সাঁতরার কবিতা
মেনার্ক
১. এই একদিন;
এতো ছোটাছুটির মধ্যে যখন কোনো ব্যস্ততা নেই,
আমি জানি একটি বিকৃত মুখ,
আর রক্তের স্রোত
তোমার
প্রতারণাকে ভালোবাসতে বাধ্য করে।
২. তোমায় কাছে পেলে থামবে―
একটি কান্না, যা চোখের জল নয়।
৩. তোমাকে দূরে রাখার এই যন্ত্রণা।
পবিত্রতা-বড় শাস্তি দেয়।
৪. এত কঠোর হয়ে কি লাভ হল?
তুলোর আস্তরণ,
কেড়ে নেয়, তোমার
ভবিষ্যৎ।
No comments:
Post a Comment