সন্দীপন দাস-এর কবিতা
.জ্যা
আমাদের কোনো আকাশ নেই
মা সেই থেকে কেবল অনাদির কাছে
হাত পেতে বসে আছেন তো বসে আছেন
তবু হাতে মিলছে না আগামী দিনের রসদ
আমাদের কোনো আলো নেই
তবু আলো দ্যাখার আকুলতা আছে...
যে আকুলতা বুকে চেপে প্রিয় গাছগুলিকে হাঁটাতে
হাঁটাতে
বাবা মাথা নিঁচু করে চলে যান গোয়ালঘরের দিকে...
সন্ধে নামে... মা উঠে পড়েন
জীবন সেদ্ধ করতে করতে আনমনা হয়ে
তাকিয়ে থাকেন হারানো পথের মতই...
অদূরে মায়াবী তূণ লুকিয়ে অপেক্ষা করো তুমি...
ডিরেক্টরের মনকেমন হয়...
সমুদ্রপার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে
একলা টুপি, মায়ের অপেক্ষাতুর চোখ, বাবার হেরে
যাওয়া
কিংবা আবছা আলোর গন্ধ...
আমাদের কোনো পাখিধরা খাঁচা নেই
কেবল একটা ঝিমধরা পাখি আছে
প্রতিদিন ভোর হওয়ার সাথে-সাথেই
যার দেহ থেকে খসে পড়ে এক-একটা নেশাতুর পালক...
বেশ
ReplyDelete