লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, September 6, 2020

গৌতম নায়েক

গৌতম নায়েকের কবিতা

                      বান্ধবী গো

 

বান্ধবী গো 
তুমি আজ বহু যোজন দূরে।
এমন অমানিশা ঘেরা স্বপ্ন তো আমাদের ছিল না। 
আমাদের সোনালী স্বপ্নের কথা জানত ময়ূরাক্ষী,  
তোমার পা ধুয়ে দেওয়ার সময় সে সবটা আড়িপেতে শুনেছিল,
যে কাশ ফুলটা তুমি খোপায় গুঁজে ছিলে
সেও জানত আমাদের স্বপ্নের কথা,
 দিঘির ধারে তালগাছের বাসা হতে 
সবটুকু শুনে নিয়েছিল বাবুইয়ের দল, 
আর জানত পথের ধারের কৃষ্ণচূড়া, 
আর তোমার কানের দুল চাঁপা।
 
তুমি বলতে, আমাদের ছোট্ট একটা ঘর হবে ময়ূরাক্ষীর ধারে,
বাবুই বাসার মতো পরিপাটি, 
রং করব কৃষ্ণচূড়ার রঙে, 
আর নিকানো আঙিনার চার পাশে থাকবে চাঁপা।
আর শুধু তুমি-আমি, 
আর আমাদের একান্ত আপন।
 
বয়ে গেছে ময়ূরাক্ষীতে বহু জল, 
কৃষ্ণচূড়া, কাশ, চাঁপা শুকিয়ে গেছে কবেই,
বাবুদের দল উড়ে গেছে অজানার উদ্দেশ্যে
ঠিক তোমারই মতো,
আমাদের স্বপ্নটাকে ভঙ্গুর করে দিয়ে

No comments:

Post a Comment