লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, September 28, 2020

অঙ্কুশ ভৌমিক অষ্টম সংখ্যা

অঙ্কুশ ভৌমিক-এর কবিতা

 

(ক)


ঋতুচক্র


(১)

দক্ষিণ দিক থেকে

হাওয়া দিলে,

দেবদারু গাছেরও প্রেম পায়।

 

(২)

একটা ফলসা মতো মেয়ে

হাতছানি দেয়

ঋতুচক্র পাল্টে ফেলার

 

(৩)

তফাৎ যাও তফাৎ যাও...

কাছে আসার সময়টা

মনে থাকে না আর

 

(৪)

কাছে আসতে গিয়ে

সুইসাইড, এগরোল সব এক হয়ে যায়

 

 

 

(খ)


রংমিলান্তি

 

(১)

বিকেলের রোদে

সোনার পরিমাণ

কমে গেছে বলে মনে হয়

 

(২)

কদিন ধরেই

মেঘকে আর সাদা লাগছে না

আগের মতন

 

(৩)

শুনেছিলাম,

অন্ত্যমিলের রং নাকি

ভীষণ সবুজ!

 

(৪)

সিগারেটের আগুন,

ঠোঁটের কাছে চলে এলে

লাল হয়ে যায় বড্ড

 

(৫)

ট্রাইটেশনটা

আজকেও মিলল না...

No comments:

Post a Comment