দেবার্ঘ সেনের কবিতা
অঙ্গসংস্থানগত
ক)
বুকের
প্রতিশব্দ কি কি একথা ভাবতে ভাবতে
বুকটাই
কেঁপে উঠলো হঠাৎ...
ভারসাম্যহীনতায়
দুহাত থেকে বই উল্টে যায় যেভাবে।
খ)
প্রতিস্থাপন
চর্চা করতে করতে হাতের লক্ষ্মী পায়ে
ঠেলে
দিয়ে একদিন যে হাত কামড়েছিল।
এখন
তার হাত লম্বা হয়েছে এতোটাই
যে,
পৃথিবীই
তার ব্যধি।
গ)
মুখ
বুজে খেতে বসতে শিখে গেলে
1
: 1 অনুপাতে প্রয়োজনীয় খাবারকে ভাগ করে নেওয়া যায়।
অর্থাৎ
সমবন্টনে খোটার সাথে
কীভাবে
ভাত মেখে নিতে হয়, তা তুমি জেনে গ্যাছো।
ঘ)
মানুষের
দ্বিপদ গমন দু’প্রকারের
এক
ছেড়ে আসা/যাওয়া আর দুই ফিরে যাওয়া/আসা
শুধু
এক আকাশ প্রশ্ন থাকে অভিমুখকে ঘিরে।
ঙ)
নিজেরই
যেসব লেখায় যন্ত্রণার উল্লেখ পাই,
তার
কাছে আগুন পাঠাই, এভাবেই ভোর হয়ে আসে।
চামড়া
তুলে নেয় বারবনিতা।
ধুয়ে
যায় বুক-হাত-মুখ-পা
বাইরে
বৃষ্টি পড়ে...
No comments:
Post a Comment