লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, September 7, 2020

অয়ন ঘোষ

অয়ন ঘোষের কবিতা

মুখোমুখি

 

বাড়িটার ছায়া ধীরে ধীরে নেমে এসেছে

নাচের পুকুরের পাড়ে, চুপ জলে

         মৃদু মৃদু দোল খাচ্ছে শ্যাওলা পড়া চিলেকোঠা, ওর মাস্তুলে নবতিপর অশ্বথ শোভা

এরপর খানিক চুপচাপ

                        গল্পের বিরতি

                         পরিস্থিতি বুঝে বিশ্রাম চিহ্নগুলো

সাজিয়ে নেওয়ার পালা

দাদুর আরাম কেদারা়

বাবার ছাতা

মায়ের মশলার কৌটো

সাথে হাতুড়ি মার্কা ফিনাইল এক্স-এর বারবেলা।

 

শব্দ জুড়ে জুড়ে তৈরি হচ্ছে

                  পথ, জাহাজ ঘুরে ঘুরে একই ঘাটে

ফিরে এসে বলছে

                  সবই গোল

                           সবই মায়া

                                    সবই এক

পুরনো কথা, মুখের বাসি আদল, একবুক প্রশয়

বলিরেখার নিশ্চুপ আঁক

                                মুখোমুখি আকাশ আর মাটি।

1 comment: