শুভ্রনীল চক্রবর্তীর কবিতা
১
প্রথম নাভিশ্বাসে পৃথিবীর ছায়া
ক্লোরোফর্ম ও
ক্লোরোফিল শনাক্তকরণে অপারগ হাকিম-বদ্যি-হাতুড়ে
গাছতলায় দৈনিক মেলানিন হাতে―
বসে থাকা রাহু
নাভিকাটা ঠোঁট দিয়ে বুঝিয়ে দিচ্ছে
তারাদের
গতিবিধি
২
সন্ধ্যার তুলসী রন্ধ্রে লেগে থাকা
অলস বিকেলের গন্ধ
স্বপ্নময় জরাজীর্ণ কুমড়োফুলের
আল্পনা কাটা অলচিকি দেওয়াল
যাদের আকাশে তারা ফোটে না
কলমের স্বেদজলে ভাসমান
কিছু অক্ষরের কচুরিপানা―
৩
নিঃশ্বাসের ঘরে জানলা নেই
আবর্ত কক্ষপথ― লেলিহান শক হুন
অদৃষ্টের কাটা মাথা নিয়ে
উপস্থিত হওয়া ব্যাধ
কতটা বিপ্লবে পুড়লে―
রাহুর ঘরে গুটি পাকা করা যায়
একটা কলমের নিঃশ্বাস কে ঘিরে
গজিয়ে ওঠা শতাধিক স্বপ্নময় নাভিশ্বাস
কেমোথেরাপিতে ক্লান্ত অক্ষর―
{অলচিকি}
No comments:
Post a Comment