বন্ধুজনের পরিসর
শুভদীপ সেনশর্মা’র কবিতা
ঘূর্ণি
সিঁড়ি উঠে যায়
সিঁড়ি নেমে যায়
বহুদূর স্বপ্নের মতো
চলে যায় রাস্তা
ওপারেই তৃণভূমি
ওপারেই চাঁদ
সিঁড়ির শরীর ঘেঁষে
পূর্ণিমা রাত
No comments:
Post a Comment