লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, September 7, 2020

তিয়াসা জানা

তিয়াসা জানার কবিতা

ভাবতে গিয়ে

 

ভালোলাগে তোমাকে নিয়ে ভাবতে

কুমোরটুলির কারিগরদের মতো রং তুলিতে টানতে;

চলোতোমায় ফুটিয়ে তুলি,


প্রতিবন্ধকতা ভুলে

বৃষ্টির জল যখন এল চুল চু'য়ে

নীল শাড়ি ভেজাতে পারবে পিঠের মধ্যে ছোঁয়াছুঁয়ি খেলা খেলে

তখন অবলীলায় মুখ খুলবে

তোমাকে আমাকে ঘিরে থাকা অপরিমেয় ইচ্ছেগুলো...


কে প্রথম কাছে এসেছিল বুক পেরোলেই জানা যাবে!

তোমাকে ভাবতে গিয়ে একটার পর একটা ভাঁজ খুলতে থাকি;

লুকোনো রহস্যের ডুব খেলায়

তোমার ওষ্ঠ-যুগল চুম্বন বুকের পাড় ভাঙে

শক্তিশালী ঢেউও পাড় ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়

যেমন করে ক্লান্ত দেহ রঙিন স্বপ্নে মধ্য রজনীতে

স্পর্শে ছুঁয়ে যাবে তোমার উষ্ণ অনুভুতি


জন্ম নেবে ভালোবাসার হাজার হাজার আকুতি;

স্বপ্ন-ছুট হয়ে চলে এসো না যেন!

আমার নিঃশ্বাস দ্রুত পড়ে

নিঃশ্বাস আর একটু তপ্ত হলেই― আগ্নেয়গিরির লাভা!

ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়ে ওঠে সংজ্ঞাহীন

গঙ্গোত্রী গোমুখই জানে প্রকৃত প্রেমের মানে?

তুমি আর আমি আর একটু ভালোবাসার মতো হলে বদ্ধ পুকুরই আছড়ে পড়বে উপকূলের বুকে!

No comments:

Post a Comment