লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, September 7, 2020

বিশ্বজিৎ

 বিশ্বজিৎ-এর কবিতা

বেহুঁশ

 

কোথায় একটা 'না' শব্দ

কানে বেজে যাচ্ছে। তুমি

তোমাতে নেই... দুনিয়াজুড়ে

চুপচাপ। এ গলিও গলি

সবেতেই শূন্য, সবেতেই

অসাড়...

 

অন্ধকার জাগতে জাগতে

ভোর হচ্ছে। চাওয়া-পাওয়াগুলো

সময়ের কাছে বাঁধা

 

সিগারেট পুড়ছেতুমিও পুড়ছ

 

কুয়াশাভর্তি জীবনে

হাজার রকমের হর্ন

No comments:

Post a Comment