সবর্ণা চট্টোপাধ্যায়ের কবিতা
তাকিয়ে আছি ট্রেনের জানলা দিয়ে
হালকা আলোয় পেরিয়ে যাচ্ছে পথ
ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে আছি
মুখের ওপর নীল রঙ
এখন আবছায়া আর তুমি
সকলে ঘুমালে কোলাহল বাড়ে
শূন্যতা ভেঙে উড়ান দেয় পাখি
জানলার ফাঁক দিয়ে রাতের আকাশ
একে একে ছেড়ে যাওয়া গ্রাম
শহরের ধোঁয়াগন্ধ
ধানক্ষেত জুড়ে কালো চাদর উড়ে বেড়ায়
শিফনের শরীরে ঢেউ ওঠে।
চোখের ভেতর থেকে হঠাৎ গড়িয়ে পড়ো
হাতের পাতায় চকচক করে শিশির
ঠোঁট রাখি।
যেন ছুঁয়ে আছো আজীবন
সোঁদা অন্ধকার হয়ে...
No comments:
Post a Comment