লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, September 28, 2020

গৌরাঙ্গ মণ্ডল অষ্টম সংখ্যা

গৌরাঙ্গ মণ্ডল-এর কবিতা


যেদিন রাতে বৃষ্টি হয়

ছিঁচকে পুকুর

ঘাট থেকে চুরি করে আস্ত সিঁড়ি

লুকোয় বগলে

 

দাঁড়াতে পারি না। ফিরে আসি

চেয়ারের কাছে। বলি, কুঁজো হই, বোসো

তোমারও বিশ্রাম লাগে

 

উঠোনের জলে চুড়িবিক্রেতার মেঘ

বেরঙিন ঝুড়ি উল্টে হাঁকে, চুড়ি লিবে কি গ!

কাউকে বলিনি, কাল

নিজের দিদিকে আমি ঈশ্বরের হাত ধরে পালাতে দেখেছি

 

খোঁপা

 

ফিতে বাঁধলেই জবাগাছ

রামপ্রসাদের গানে খসে পড়ছে

                         আহ্নিকের ফুল

 

কামাতুর পড়ে আছি

রুদ্রমূর্তিটির পায়ে আমি কোনো পাতাল দেখি না

 

 

 

 

ইউনিফর্ম

 

নিরাকার নও। আকার নিয়েও

আমি এতটা ভাবি না

 

বাতিল পৃথিবী, তার সামান্যই দূর

 

কোন পূজারীর হাতে প্রাণ পেয়ে, ইশারায়

হেঁটে যাচ্ছে খড়িমাটি একা একা ইস্কুলের পথে

2 comments:

  1. ‘যেদিন রাতে বৃষ্টি হয়' — যেন আস্ত একটা উপন্যাসকে দুমড়ে মুচড়ে ছোট্ট একটা দেশলাই বাক্সে রাখা

    ReplyDelete