অঙ্কুশ ভৌমিকের কবিতা
কবিতা-গুচ্ছ
(১)
মিউজিয়াম
পেট ভরে যাওয়ার পর
বাঘটা উঠে চলে গেল
হরিণটার বুকে এখনও তাজা রক্ত
আর,
সেরখানেক মাংস লেগে রয়েছে
কয়েকটা শেয়াল এল দৌড়ে দৌড়ে
টানা-হ্যাঁচড়া, নোংরামো, মারপিট...
খিদে মিটল না।
কঙ্কালটা পড়ে রইল মাটিতে,
তখনও রক্তের তাজা দাগ চারপাশে
তারপর,
আমি গেলাম
(২)
ভেঙে যাওয়ার পরে
ব্যতিক্রমী ভাবনাগুলো
শুধু সময় চেনে
আর চেনে, আমার দুর্বলতা।
তারপর,
একদিন তোমার একটা লাল বেনারসী হবে।
আমি সবার মতো
ফুলের তোড়া হাতে দেখব
আর,
তোমার ঠান্ডা চোখের দিকে তাকিয়ে
হঠাৎ করেই উষ্ণতা বেড়ে যাবে শরীরের...
অপরিচিতা আত্মীয়টি প্যারাসিটামল আনতে ছুটবে
(৩)
মিথ্যে
এখনও আকাশের বয়স বাড়েনি অতটা...
বৃষ্টিকে ধরে রাখার মতো
তবুও, একটুকরো সুখের আশায়
অন্ধকার হয় শরীর
ভেঙে পড়ে, যত অগোছালো মেঘেদের কান্না
তারপর,
ব্যর্থ প্রেমিকের মতো
পৃথিবীর হাতে তুলে দেয়,
একমাত্র ভালোবাসাকে
ভালো লাগল, অঙ্কুশ। Naive
ReplyDelete