লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Saturday, September 12, 2020

ছাব্বির আহমেদ

ছাব্বির আহমেদ-এর কবিতা

 

১.

স্পোক

 

জং ধরেছে স্পোকে, ফেলে দিয়েছি

খারাপ স্মৃতিগুলো...

ভাগ্যের চাকায় গোধুলি।

 

ঘূর্ণন বেগে ত্বরণ সরলরেখা বরাবর

থেমে গেছে, ক্ষেত্রফল শূন্য রেখে

পরিধিতে সুখ লিখে রেখেছি।

 

মন্দনের খাতায় ঋণাত্মক চিহ্ন

আঁকতে ভুলে গেছি,

তুলিগুলো হারিয়ে গেছে,

স্পোকে রঙ করা হয়নি!

 

 

২.

ব্ল্যাকবোর্ড

 

ব্ল্যাকবোর্ডে লিখতেই বেরিয়ে এল

বুনো টিয়া, সবুজ অবয়বে।

আমি গাছের ডালে তাকে দেখতে পাইনি,

লাল শাক ঝুলছিল।

 

সাদা চকে লিখেছি রাষ্ট্রবিজ্ঞান,

শিলা ভেঙে পড়েছে বোর্ডের উপর

এক টুকরো পকেটে কুড়িয়ে রেখেছিলাম,

কাঁচের বয়ামে দিতেই অদৃশ্য।

 

সাহারা মরুভূমিতে ইতিহাস খুঁজতে খুঁজতে

কেঁপে উঠল যৌবন,

ফেটে বেরোল কালপুরুষ।

বিড়ালের গোঁফে দুধের আস্তরণ,

আঙুলে ডলা দিতেই

ব্ল্যাকবোর্ডে ফুটে উঠলো শান্তি!

 

 

৩.  

ছাইগুলো বুকে বিঁধছে

 

টিকটিকির আওয়াজেও সত্যতা থাকে,

গোরস্থানে গিয়েছিলাম হাড় খুঁজতে..!

শব্দহীন ভাবে পড়েছিল কর্ম।

 

কানের লতায় বিড়ির ছেকা খেয়েছি,

ঝিঁঝিপোকা তির ছুড়েছিল

ছাইগুলো বুকে বিঁধেছে।

 

ব্যাঙের কর্কসে আনন্দিত প্রাণ

প্রজাপতির রঙ ছড়িয়েছি

হোটেলের সাদা চাদরে, দাগ পড়েনি।

 

ঘড়ির কাঁটার ক্যালসিয়াম খেয়ে

পেন্ডুলাম খুঁজতে গেছিলাম টর্চলাইট হাতে

ট্রেনের চাকা গড়লেও, হুইসেল বাজেনি।

 

কালের সমুদ্রে নৌকার পালে ছিদ্র দেখে

সাইরেন বাজিয়েছে মৃত্যু, সাবমেরিন

চোখে পড়েনি...

1 comment: