আমিনুল ইসলামের কবিতা
পটচিত্র-২
অপেক্ষা ভেঙে যায় সচরাচর
চরাচরে পাখিদের ডানায় লেগেছিল
কিছু স্বল্প দৈর্ঘ্যের স্বাধীনতা
বুকের ভেতর খঞ্জরের নিপুণ কারিগর
খুঁটে খাওয়া গমের দানায় জমানো
চাঁদের কলঙ্কবিহীন আলোর নমুনা
অনেক কষ্টে যখন দৃশ্য মুছেছে যমুনা
সারারাত গড়িয়ে আসে সেসব কথা এখনো
প্রতীক্ষার মতো কিছু নিস্তব্ধতা জড়ানো
রাস্তার পাশের শূন্যতায়
দশমিক বিন্দুই লেগে থাকা আদরের মলম
ক্ষতস্থান পরিপূর্ণ করবে জেনেই
ঘসছে হাত গালে চিকন কামানো
ঘাসের বুকে ১ নরম সবুজ চেয়ে থাকা
প্রতিটি সকাল শোনে এবং উপলব্ধ
জ্যোৎস্নার কানে সাজিয়ে দেয়
১টি করে পালক...
No comments:
Post a Comment