লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

শুভ্রনীল চক্রবর্তী

শুভ্রনীল চক্রবর্তীর কবিতা

রূপক

নষ্ট সময় বেয়ে ধার করে আনা কিছু জটিলতা

      পাশাপাশি সজ্জিত দেহ বরাবর

          কয়েক ক্রোশ-এর ফারাক

 

মৃতদেহ ছুঁয়ে থাকে আত্মার নারী

   দাহ হওয়ার আগ অব্দি

 

এক সবুজ রোদবেলায় আত্ম বিচ্ছিন্ন জোনাকী

      হারিয়ে যায় শবেদের তেজে

 

গাছের শিকড় মাটি ফুঁড়ে উঠে আসে

       খেলনা যোনির তো কোনো ব্যাথা লাগে না

 

পাশাপাশি রূপকের শোরগোলে হারিয়ে যায় সত্য

                       বিগত পূর্ণিমার মন খারাপে

2 comments: