অশোক অধিকারী’র দুটি কবিতা
ক্ষয়
অচ্ছুৎ স্পর্শ প্রিয় মৃতেরা বড়ই জাগতিক,
কত কাছে কত দূরে ফুলগুলো বড়ো মানবিক;
রুদ্ধ বাক কাজল নয়ন বিষাদের এই পংক্তি মালা,
শোকের ঠুংরি গজল নিঃস্ব প্রদাহের ক্ষুধাদমন পালা।
#
মেতেছি সহবাসে নগ্ন পদ শরীরী মায়ায় রুগ্ন
নির্যাস।
রাজা হয়ে উঠে বসি আগুন দিয়ে সারি প্রাতরাশ,
তন্দ্রায় ছুঁয়েছি যাকে তার কাছে অনিরুদ্ধ শ্বাস;
এসো হে আদিম প্রভু আমাদের যুগল বাতাস,
তৃতীয় মৃত্যুবার্ষিকী
সেদিনের মতো করে আর তোকে ছোঁব না!
দূর থেকে কিছু চোখের জল আর হাফ সেদ্ধ-
আতপের মন্ড মুখের সামনে তুলে ধরে
বলবো, ‘সেলিব্রেট করো।’
এখন মদের চেয়েও সস্তা জীবন;
এখন পর্বতের চেয়েও অনড় ব্লাড রিপোর্ট।
কিছুতেই বদলানো যায় না মৃত্যুর শংসাপত্র,
বেঁটে খাটো লম্বা চেহারাগুলো সব অভিন্ন―
যেন ডালটনের পরমাণু তত্ত্ব!
পৃথিবীর সব কালো আর ফর্সা মানুষের
মুখ স্বচ্ছ সেলোটেপে চঞ্চল হরিণ!
গুণমুগ্ধ শিকারীর ছায়ায় বাঁচবার অরণ্য নিবিড়
পেতে চায় আরও কয়েক শতাব্দীর জীবন।
No comments:
Post a Comment