লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

পলাশ দাস

পলাশ দাস-এর গুচ্ছ কবিতা

 

জংশন স্টেশন

 

জংশন স্টেশনে দাঁড়িয়ে দেখি প্রবল মায়া স্রোত

টান টান ঢেউ তুলছে সাগরের ফেনিল জল

ভেসে যাই

 

এই ভেবে দু'পা বাড়াতেই

তীব্র মাঘের শীত গায়ে লাগে

শীত বস্ত্রে জড়ানো এ-শরীর

কোথাও নিভে আসছে মনে হয়

 

ভেসে যাই

কথাটা এখন কেমন দূর পরলোকগামী

তবুও দু'চোখে দারুচিনি দ্বীপের স্বপ্ন খেলা করে

জংশন স্টেশনে দাঁড়িয়ে ভিজে যাই তীব্র বিপ্রলম্ভ স্রোতে

 

কুয়াশা

 

কোনো কথা ফেলে গেছে পরশুর গাছপালা

তুমি সারা দুপুর জুড়ে

আজকের সকাল জুড়ে

ভেবে ভেবে মাদুর বুনলে

বিকেল গড়াতেই 

কয়েকটা সাদা দাগছোপ

মাদুরের গা ধরে ঝুলে আছে

রাত বড়ো হলে

কুয়াশা ঢেকে নেয় ঘাসের মাথা

 

ভিড়

 

মাঝ রাস্তায়  জামা খুলে হেঁটে যায় উদাসীন যুবক

ফুটপাথ জুড়ে রাতের ছেঁড়া ফাটা আঁচলার সুতো

দেখতে দেখতে তারই পিছন পিছনে

চলে যাচ্ছে বৌবাজার কলেজ স্ট্রিট  হাতিহাগান

এলিয়ট পার্কের সামনের জমায়েত

শহীদ মিনারের কাছে জিরিয়ে নিতে থাকা বাস

নিউমার্কেটের ফেরিওয়ালা

তুমি ভিড়ে গিয়ে জনসমষ্টি হয়ে উঠলে

 

তোমরা সবাই দেখলে

এক উদাসীন যুবক জামা খুলে হেঁটে চলেছে

সব কিছু পিছনে ফেলে

শুধু দেখলে না এই ফুটপাথ আর 

যেখানে পড়ে আছে আঁচলার সুতো, দ্বিধাবিভক্ত রাতের আদর

No comments:

Post a Comment