লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

অভ্রজিৎ দেবনাথ

অভ্রজিৎ দেবনাথ-এর কবিতা

 

একটা শীতের রাত

 

আমি জানালা খুলে দেখি,

শীতের রাতে রাজপথে দাড়িয়ে আছে এক যুবক,

নাইট কার্ফুর খবর হয়তো সে পায়নি...

শহর ঘুমিয়ে যাবার পরে

সবকিছু থেমে গেছে,

ল্যাম্পপোস্টের আলোয় ছেলেটির ছায়া

দ্যা ভিঞ্চির ছবির মতো...

কারো অপেক্ষায় সময়ের অপচয় করে যাচ্ছে অবিরাম।

 

ভোরের সূর্য অনেক দূরে

সমস্ত পথ সরু হয়ে মিলেছে আমার দরজায়,

আশেপাশে এত শেয়াল

ছেলেটা নিখোঁজ হলে

আমি আশ্চর্য  হব না।

1 comment: