লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

মনোজ দে

মনোজ দে-র দুটি কবিতা

 

প্রেম

•••

 

১.

বাহবায় ভরে যাচ্ছে চতুর্দিক

খ্যাতি ওড়ে অসীম আকাশে

 

আমাদের কথা নেই, দীর্ঘদিন হল

 

যেকোনও হোর্ডিংয়ে সফলতার প্রতীকী মুখ

এমনই তো চেয়েছিলে

 

তুমি সেই গ্রাম

যা পেরিয়ে মানুষ শিল্পাঞ্চলে আসে

 

 

২.

সীমাহীন ভুলে ভরা ছেলে

যাবতীয় অভিমান তবু

ভুলে যাও সামান্য কাজলে

 

তোমারও পৃথিবী আছে, ধীরে ধীরে অনুভব করি

 

খুব দূরে ড্রোন থেকে যেভাবে শহর দেখা যায়

প্রেম তো তেমন নয়

 

তুমি এসে শেখাও কৌশল

গণিতের ভাষা ভুলে

আমরা, সময়কে মুহূর্ত বানালাম

No comments:

Post a Comment