লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

পার্থিব বন্দ্যোপাধ্যায়

পার্থিব বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

 

হঠাৎ

 

হঠাৎ করেই রাতের তারা গোনা,

ছাদের ঘরে হঠাৎ লুকোচুরি

হঠাৎ করেই কাঁটায় উল বোনা,

হঠাৎ করেই পান্ডুলিপি চুরি...

 

হঠাৎ করেই চরম গালাগালি,

হঠাৎ করেই ঠোঁটের ওপর জিভ

হঠাৎ করেই ভাতের থালা খালি,

হঠাৎ করেই ক্লান্ত কবির নিব...

 

হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়া প্রেমে,

হঠাৎ করেই ব্লকলিস্টে নাম

হঠাৎ করেই টুপির ভেতর ঘেমে,

হঠাৎ করেই মন্দগতির ট্রাম...

 

সব হঠাৎ-ই হঠাৎ প্রকট হয়,

চতুর্দিকে হঠাৎদেরই আওয়াজ

হঠাৎ করেই হঠাৎ পাওয়া ভয়,

জীবন শুধু হঠাৎগুলোর কোলাজ।

No comments:

Post a Comment