লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

অতনু টিকাইৎ

অতনু টিকাইৎ-এর গুচ্ছ কবিতা

১.

আড়াল

অনেক ভেবে দেখেছি, আমরা প্রত্যেকে একটি করে শুয়োরের বাচ্চা পুষি, এবং আমাদের জীবনের একটা বড় সময়, সেই শুয়োরের বাচ্চাটিকে আড়াল করতে করতে খরচ হয়ে যায়...

 

২.

রাস্তা

 

যে মানুষগুলো শহরে কাজ করে আর বাড়ি ফেরার সময় কোথাও দাঁড়িয়ে কী যেন ভাবে আনমনে, দেখে বোঝা যায় তারা কেউ অমলকান্তি নয়। রোদ্দুর হতে চায়নি কোনোদিন। তারা অনেকটা জ্বলতে থাকা মোমের মতো...যারা নিজেকে ফুরিয়ে কেবল রাস্তা বানিয়ে চলে...

 

৩.

ইশারা

 

কথায় কিছু বলো না। ইশারায় বলো

 

হলফ করে বলতে পারি, মানুষ

ভালোবাসতে শিখেছিল বলেই

ইশারার কথা জেনেছিল।

 

কথায় যা কিছু বলা সহজ। ইশারায় বলো

1 comment:

  1. প্রথম দুটো কবিতা অসাধারণ

    ReplyDelete