চন্দ্রনাথ শেঠ-এর দুটি কবিতা
থিয়েটার থেকে
চুটিয়ে খেলা। ধুলোও। জুল ভের্ন। সুকুমার। তোলা
পাড়া। ফুলে ফুলে। সাদা-কালো। কানা থিয়েটার।
পাশাপাশি। কোলেতোলা। মুগ্ধবোধ অন্ধব্যাকরণ
'লোচ্চা, ইতর'। তর্ক লোফালুফি।
ঝড় ওঠে। সে চরমক্ষণ এসে পড়েছে
এবার। স্টেজে বাজ কালো হয়ে যায় নায়িকা
শরীর...
পানের বরোজ স্টেজে―শক্ত দেখানো। বাস্তবে আদৌ। শান্ত নিরিবিলি। কে―ডিপফ্রিজ থেকে জন্ম নিয়ে,―কার টিপে ধরছে গলাটি? ঝুলে পড়ে পানপাতা।
ফোঁটা দুই আলতার টিপ
এখানেই অন্তিম দৃশ্য? দেখো যেন― জানকীহরণ
বুকের বোতাম
হারালে বাছুর ফেরে। বুকের বোতাম...
বলো?
'আশ্বিন-আঁকা শাড়ি কিনে দিই...' পাড়েতে
বুনুক : ভেসে যাওয়া সব বাড়ি...
অস্থায়ী পাড়াগুলি পাক... সুবর্ণ উৎসবের
পোস্টকার্ড-খাম...
কৈলে বাছুর ফেরে আম্মা ডাকে বেশ...
বলি―
কাশ দুলে দুলে রঙিন করুক নদী। তার দু-আঁচল
পাড়েতে বুনুক তাঁতি― সবুজে সবুজ ঘাস...
তোমার শরীরে উঠুক না দুলে―কাশের
একটি
স্বদেশ
No comments:
Post a Comment