বন্ধুজনের পরিসর
দেবশ্রী দে’র কবিতা
পিছুটান
জন্মের গলিটা কানা। অকপট
উঠে আসে গুনগুন, গালিগালাজ
আর চোরাগোপ্তা চুম্বন
সমস্ত উপেক্ষা করে
উঠে যেতে চাই কোনও
ঝকঝকে, বহুমুখী বহুতলে
বারবার ডেকে ওঠে মা
সব ওঠানামা গুলিয়ে দ্যায়
বলে, নামিস না, অতটাও নামতে নেই
No comments:
Post a Comment