রিনি ভট্টাচার্য্যের দুটি কবিতা
কোন এক অনার্য তীরন্দাজ
বলেছিল কেউ কাউকে কখনো অব্যর্থ নিশানায়
তারপর সে গেল মাছ ধরতে অন্ধ ঝিলে।
ছিপের টোপ সন্ধ্যাতারা আর মাছেরা আগুনে ঝলসানো
বদমেজাজি আধ মরা অর্ধ শব। তাদের না থাকে
রসালো দেহ। না থাকে সুস্বাদ। কটু দগ্ধ হৃদপিন্ড
না নড়ে। না চড়ে। ছটপটানিও থেমে যাবে এই
যাঃ! থেমেই তো গেলো। এবার শুরু অনার্যদের
ভোজনের পালা।
সন্চারিনি
এক পোড়া মত্স্য
নৈমিষারন্য
তুমি...তুমি...তুমি
এ রাত বিশ্বাষঘাতক
এ রাত
আত্মহনক
এ রাত পরিব্রাজক
এ রাত বড়ই অপরিজ্ঞেয়
এই রাতে পূর্ণগ্রহণ শ্রেয়
এমন রাত হয় দুর্বিনেয়
আজের রাতে শোন অধৃষ্য
সৃষ্টি-স্থিতি-লয়ের গমক
মুদ্রিত নয়নে ছুঁয়ো না দৃশ্য
না শুয়ে জানো নৈশচরের ঠমক
জেনে রাখো এ রাতে তুমি...তুমি
...তুমি আসো পরে বিলুপ্ত পোশাক
এ রাতের তুমি আর তুমি নেই
আমি হয়ে গিয়েছি শুধুই আমি
তুমি ভুলে যাও যে তুমিই তুমি
আমিও ভুলছি যে আমিই আমি
No comments:
Post a Comment