লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

সম্রাট পাল

সম্রাট পাল-এর দুটি কবিতা

 

সফর

 

আমাদের দীর্ঘ ট্রেন ঢুকে যাচ্ছে রাতের গহ্বরে। তুমি কথায় কথা বাড়াও। ঘন কুয়াশায় আবছা আলোর মতো শীতার্ত অভিসার লিখে যাচ্ছে বড়মুড়া সুরঙ্গ। এক একটা ছড়া নদী হয়ে উঠছে তোমার অলক্ষ্যে। বেঁড়ার ফোকর বেয়ে গলে পড়া আলো ধরে রাখছে তোমার দীর্ঘশ্বাস। দুলে দুলে রাত ট্রেনের অলিন্দে ঢুকে যাচ্ছে। চানা আর ঝালমুড়ি সশব্দে কাঁপিয়ে তুলছে ট্রেনের প্রত্যঙ্গ। তুমি ব্যথায় সরে যাও কয়েক বালাস্ট। স্ট্রিটলাইটের বেপরোয়া আলো, কিছু নাম না জানা সুরঙ্গের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতকে দলিত করে দেয়। আমাদের দীর্ঘ ট্রেন দুলতে দুলতে ঢুকে যাচ্ছে সীমানাতীত মানুষের ভেতর। তুমি কুয়াশার ভাষা শুনতে শুনতে মেঘ স্টেশন পেরিয়ে চলে যাচ্ছ…

 

ইশারা

 

চোখের ভিতর

এত আলো, এত আঁধার

এত শূন্যতা...

 

তোমাকে ছুঁতে চাওয়ার আকুতি

সব যেন সন্ধ্যা, ইমন, ধ্রুবতারা...

 

তবুও ইশারা ওড়ে

ঘুড়ির মতন দূরে

আকাশে আকাশে...

 

ওহে জীবন, তোমাকে ছুঁয়েও

ছোঁয়া যে যায় না কিছুতেই...

1 comment: